ভারতের অন্ধ্রপ্রদেশে একটি জেলার নাম পরিবর্তনকে কেন্দ্র করে সেখানকার পরিবহনমন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, একটি জেলার নাম পরিবর্তনকে কেন্দ্র করে এপ্রিল মাস থেকেই ক্ষোভ বাড়তে থাকে সাধারণ মানুষের মাঝে। সবশেষ ৪ এপ্রিল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাভারির কিছু অংশ নিয়ে নতুন জেলা কোনাসীমার নাম ঘোষণা করার পর এই ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে।
মঙ্গলবার সন্ধ্যায় এই ইস্যুতে বিক্ষোভ করলে পুলিশ তাতে লাঠিচার্জ করে। বাঁধে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ সংঘর্ষে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত হন অন্তত ২০ পুলিশ।
এসময় বিক্ষোভকারীরা পরিবহনমন্ত্রী পিনিগ বিশ্বরূপের বাড়িতে আগুন দেয়। একই সময় পুলিশের একটি গাড়ি ও আরেকটি বাসে আগুন দেয় বিক্ষোভকারীরা। পুলিশ পরিবহনমন্ত্রী ও তার পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
এর আগে ৪ এপ্রিল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাভারির কিছু অংশ নিয়ে নতুন জেলা কোনাসীমার নাম ঘোষণা করা হয়। পরে কোনাসীমার নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর করার প্রস্তাব করা হয়। এ নিয়ে আপত্তি জানায় স্থানীয় কয়েকটি গ্রুপ। পরে রাস্তায় নামে জনতা। তাদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ করলে সহিংসতা ছড়িয়ে পড়ে।
এ ঘটনাটিকে অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেকাঠোটি সুচরিতা দুঃখজনক উল্লেখ করে বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: এনডিটিভি