শ্রীলঙ্কায় সরকার হঠানোর আন্দোলন সহিংসতর হয়ে উঠেছে। মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরেছেন। তারপরও দেশটিতে বিক্ষোভ থামেনি। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া দেশটি অস্থিরতার জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে উঠছে।
লোকজন কারফিউ ভেঙ্গেছেন। তারা রাজধানী কলম্বোতে রাস্তায় নেমেছেন। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেরও পদত্যাগ দাবি করছেন তারা। শ্রীলঙ্কায় লুটপাট, সরকারি সম্পত্তি ভাঙচুর বা অন্যের ওপর হামলা করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিক্ষোভ করে লোকজন প্রেসিডেন্টের ভবন অবরোধ করেছে। তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে। তারা বলছে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ না করা পর্যন্ত তাদের বিক্ষোভ থামবে না।
গত সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ছড়িয়ে পড়ে সহিংসতা। একজন সরকার দলীয় সংসদ সদস্যের প্রানহাণি ঘটেছে। হতাহত হন কম হলেও দুই শতাধিক মানুষ।
শ্রীলঙ্কার উত্তর-পূর্বে ত্রিঙ্কোমালির অত্যন্ত সুরক্ষিত নৌবাহিনীর ঘাঁটির সামনে জড়ো হয়েছে বলে বিক্ষোভকারীরা।