ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবারের (২১ জানুয়ারির) এই ঘটনায় ১৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইথআউট বর্ডারস। উত্তরাঞ্চলের সাদা নগরীর বন্দিশিবিরে হামলা বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব। ধ্বংস্তুপের নিচে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়। রেডক্রসের তত্ত্বাবধায়নে তাদের চিকিৎসা করা হচ্ছে বলে জানানো হয়।
এমএসএফের পক্ষ থেকে জানানো হয়, এখনও ঘটনাস্থলে বহু মরদেহ পড়ে আছে। এর আগে, অপর শহর হোদাইদায় টেলিফোন ভবনের ওপর বিমান হামলার পর ইয়েমেনজুড়ে দেখা দেয় ইন্টারনেট বিভ্রাট।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: