গত বছর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে রেকর্ড র্যানসমওয়্যার করেছিল আরইভিল (REvil) র্যানসমওয়্যার গ্যাং। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপের মুখে সম্প্রতি গ্যাংটির ১৪ সদস্যকে গ্রেফতার করেছে রাশিয়া।
আরইভিল গ্যাংটি গত মে মাসে যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইন হামলায় জড়িত ছিল। খবর ওয়াশিংটন পোস্ট ও বিবিসি।
২০২১ সালের পুরোটা জুড়ে মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় সক্রিয় প্রতিষ্ঠানগুলোর ওপর র্যানসমওয়্যার হামলা চালিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছিল আরইভিল গ্যাংটি। এর সদস্যদের চিহ্নিত করতে বা খুঁজে পেতে সহায়ক যেকোনো তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সরকার।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানায়, হ্যাকারদের দলটির আর কোনো অস্তিত্ব নেই। আরইভিল সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে বড় অংকের নগদ অর্থ উদ্ধার করেছে এফএসবি।