যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড দেশটির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তিনি কনজারভেটিভ হুইপকে জানান, মডারেট কনজারভেটিভরা যেখানে দায়িত্বে নেই সেখানে তিনি থাকতে পারেন না।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে দেওয়া পদত্যাগপত্রে রুড বলেন, ‘আমি সরল বিশ্বাসে আপনার মন্ত্রিসভায় যোগ দিয়েছিলাম যে চুক্তিহীন ব্রেক্সিটের বিষয়টি আলোচনায় আছে। কেননা ৩১ অক্টোবরে মধ্যে আমাদের নতুন চুক্তিতে যাওয়ার দারুণ সুযোগ ছিলো।’
পদত্যাগপত্রে রুড আরও বলেন, তবে আমি এখন বিশ্বাস করি না যে এটা সরকারের মূল লক্ষ্য ছিলো।’
এদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাম্বারের মতো প্রতিভাবান একজন মন্ত্রীর পদত্যাগে তারা হতাশ।
অন্যদিকে লেবার পার্টি থেকে বলা হয়েছে, রুডের পদত্যাগে এটা স্পষ্ট যে সরকার ভেঙে পড়ছে।
সূত্রঃ বিবিসি