যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাবেক সম্পাদক বেঞ্জামিন ব্র্যাডলি মারা গেছেন। মঙ্গলবার ওয়াশিংটনে ৯৩ বছর বয়সী এ সাংবাদিকের স্বাভাবিক মৃত্যু হয়।
বিখ্যাত এ সাংবাদিক ১৯৭৪ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পদত্যাগে বাধ্য করা ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁসের মূল নায়ক ছিলেন।
বিশ্বব্যাপী সাড়া জাগানো এ ঘটনা ফাঁসকারী দুই সাংবাদিক বব উডওয়ার্ড ও কার্ল বার্নস্টেইনকে সে ঘটনার সংবাদ প্রকাশে উৎসাহিত করেন ব্র্যাডলি।
ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এ ঘটনা ফাঁসের সময় তিনি এর নির্বাহী সম্পাদক ছিলেন। তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে ব্র্যাডলিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করা হয়।
ব্র্যাডলির মৃত্যুতে মঙ্গলবার বিকেলে শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। (সূত্র : বিবিসি)