হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সরকারপক্ষের প্রথম দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। তবে পরবর্তীতে আবারো আলোচনায় বসার প্রত্যাশা ব্যক্ত করেছেন সরকার পক্ষের প্রধান মধ্যস্থতাকারী।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দুই পক্ষ সংলাপে বসে। এতে সরকারের পক্ষে নেতৃত্ব দেন হংকংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিফ সেক্রেটারি ক্যারি ল্যাম এবং শিক্ষার্থীদের পক্ষে অংশ নেন ৫ নেতা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা আবারো দাবি জানান, বেইজিং নয়, হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচন করবে জনগণ। তবে তাদের এ দাবিকে অবাস্তব বলে প্রত্যাখান করেছে হংকং ও বেইজিং কর্তৃপক্ষ। হংকংয়ের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, সরকারের অবস্থান স্পষ্ট নয়। সরকারের উচিত জনগণের সামনে তাদের অবস্থান ব্যাখ্যা করা।
২০১৭ সালে হংকংয়ের প্রধান নির্বাহী পদে অবাধ নির্বাচনের দাবিতে ৪ সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে গণতন্ত্রপন্থীরা।