শ্রীলঙ্কায় নির্ধারিত সময়ের প্রায় দু'বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।
জনসভায় ভাষণে মন্ত্রী নির্বাচন অনুষ্ঠানের কথা জানালেও এর তারিখ জানাতে অস্বীকৃতি জানান। এই নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে।
শ্রীলঙ্কায় গত কিছুদিন ধরে সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহারের অভিযোগ চলছে। বিশাল জনপ্রিয়তা নিয়ে ২০১০ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট রাজাপাকসে।
সংবিধান অনুযায়ী ২০১৬ সালের নভেম্বরে সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: