সিরিয়ার কোবানে আইএসবিরোধী অভিযানে যোগ দিতে ইরাকের কুর্দি যোদ্ধাদের তুরস্কের ভূখন্ড ব্যবহারের অনুমতি দেবে আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভুসোগলু জানিয়েছেন, কোবানিতে যাওয়ার জন্য ইরাকি কুর্দি বাহিনীকে সাহায্য করার কথা জানিয়েছে তার সরকার। এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার কোবানিতে লড়াইরত কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেয়ার পরপরই আঙ্কারার পক্ষ থেকে এ ঘোষণা এল।
এর আগে রোববার, কুর্দি যোদ্ধাদের যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সরবরাহ করলে, তুরস্ক তা মেনে নেবে না বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এর্দোগান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: