আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে জাপানের শিল্প ও বানিজ্য মন্ত্রী ইয়ুকো ওবুচি পদত্যাগ করেছেন।
দেশটির এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয় ওবুচির বিরুদ্ধে রাজনৈতিক তহবিল তসরুপের অভিযোগ উঠায় তিনি প্রধানমন্ত্রী শিনজু আবের কাছে সোমবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
সর্বশেষ মন্ত্রিসভায় রদবদলের সময় প্রধানমন্ত্রী আবে যে ৫ জন নারীকে নিয়োগ দেন তাদের মধ্যে ওবুচি ছিলেন অন্যতম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: