সিরিয়ার কোবানি শহরে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়তে কুর্দি সেনাদের সহায়তায় আকাশপথে অস্ত্র, গোলাবারুদ ও চিকিৎসার সরঞ্জাম ফেলেছে মার্কিন সামরিক বিমান।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তুরস্কের সীমান্তবর্তী শহরটিতে কুর্দি যোদ্ধাদের জন্য বিমান থেকে একাধিকবার এসব সহায়তাসামগ্রী ফেলা হয়েছে। এগুলো সরবরাহ করেছে ইরাকের কুর্দি কর্তৃপক্ষ।
স্থল ও আকাশপথে একযোগে হামলা কোবানিতে আইএস জঙ্গিদের অগ্রযাত্রা অনেকটাই ধীর করে দিয়েছে। তবে এখনো শহরটি এসব জঙ্গির দখলে চলে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয় নি সেন্ট্রাল কমান্ড।
এর আগে রোববার, কুর্দি যোদ্ধাদের যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সরবরাহ করলে, তুরস্ক তা মেনে নেবে না বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এর্দোগান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: