পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস ইবোলা নিয়ে যুক্তরাষ্ট্রবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার রেডিওতে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ওবামা বলেন, ইবোলা একটি কঠিন রোগ তবে এটা নিয়ে ভয় বা আতঙ্ক ছড়িয়ে দেয়া যাবে না। পশ্চিম আফ্রিকা থেকে নিজেদেরকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলা যাবে না। ওই অঞ্চলকে আলাদা করে দেয়া হলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যাবে।
এদিকে, ইবোলা সংক্রমণে সারাবিশ্বে কমপক্ষে সাড়ে ৪ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্রেরও সংক্রমিত ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যে সতর্কতা হিসেবে সিয়েরা লিওন, গিনি ও লাইবেরিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পরামর্শ দিয়েছেন মার্কিন আইনপ্রনেতারা। (সূ্ত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: