হংকংয়ে পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পুনরায় রাজপথ দখল করতে এলে শনিবার রাতে এ সংঘর্ষ বাধে।
হংকংয়ের মংকক এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সকাল থেকেই ওই এলাকায় জড়ো হয়ে তারা মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। কয়েক সপ্তাহ ধরে চলা এ আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের এ নিয়ে তৃতীয়বারের মতো সংঘর্ষ হলো।
এ সংঘর্ষের জেরে সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের আগামী মঙ্গলবারের আলোচনা অনিশ্চিত হয়ে পড়ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: