থাইল্যান্ডের জঙ্গলে দাসশ্রমিক হিসেবে বিক্রির জন্য যেসব বাংলাদেশিকে আটক রাখা হয়েছিল, তাদের ব্যাপারে কী পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে থাইল্যান্ডের কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক পুলিশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। উদ্ধারের পর তাদের থাংরা প্রদেশে রাখা হয়েছে।
বিবিসি জানিয়েছে, থাই কেন্দ্রীয় সরকার এবং পুলিশ কর্মকর্তারা এখন এসব বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে কারাগারে পাঠাতে চাইছে। গত এক সপ্তাহে আন্দামান উপকূলের কাছে থাইল্যান্ডের গহীন জঙ্গলের বন্দিদশা থেকে ১৭০ জনকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে ১৩০ জন বাংলাদেশি।
মানব পাচারচক্রের শিকার এসব বাংলাদেশিকে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ‘দাস শ্রমিক’ হিসেবে বিক্রি করে দেয়া হয়।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসিকে জানিয়েছেন, তারা এরইমধ্যে ওই বাংলাদেশিদের ব্যাপারে থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। থাই কর্তৃপক্ষ তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে না।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনেই তাদেরকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক উদ্যোগ নেয়া হবে।