ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার দণ্ডাদেশ শর্তসাপেক্ষে ২ মাসের জন্য স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচএল দাত্তুর নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ নির্দেশ দেন।
টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সূত্র মতে, দুর্নীতির দায়ে ৪ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া জয়ললিতার দণ্ড দুই মাসের জন্য স্থগিত করেছেন আদালত। তবে কর্ণাটক রাজ্যের হাইকোর্টে দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের পক্ষে আনুষঙ্গিক সব কাগজ ও নথি দেয়ার শর্তে তাকে এ জামিন দেয়া হয়।
আদেশে আদালত জানায়, ১৮ ডিসেম্বরের মধ্যে সব কাগজপত্র জমা দিতে না পারলে জয়ললিতাকে কারাগারে ফিরে যেতে হবে। এছাড়া এ মামলার বিচারপতিদের বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গার করা থেকে বিরত থাকতে জয়ললিতার দল এআইএডিএমকের সদস্যদের নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে সহিংসতা সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকারও নির্দেশ দেয়া হয়েছে।
জয়ললিতা যেন আপিলের বিষয়ে চলা মামলার কার্যক্রম দীর্ঘায়িত করার চেষ্টা না করেন, এ বিষয়ে তাকে সতর্ক করেছেন আদালত।