হংকংয়ের মং কক এলাকা থেকে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রতিরোধের কোনো খবর পাওয়া যায়নি।
মং কক এলাকায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অবস্থানরত বিক্ষোভকারীদের ব্যারিকেড আর তাঁবু শুক্রবার সরিয়ে দেয় পুলিশ। এলাকাটিতে এর আগে হাজার হাজার আন্দোলনকারী নির্বাচনী সংস্কারের দাবিতে জড়ো হয়েছিলেন।
তবে এবারের পুলিশি অভিযানের সময় সেখানে কম সংখ্যক বিক্ষোভকারী অবস্থান করছিলেন। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো তাদের ওপর অভিযান চালালো পুলিশ।
এদিকে, চলমান সঙ্কট নিরসনে এ সপ্তাহের মধ্যেই বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী সিওয়াই লিয়াং।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: