গণতন্ত্রপন্থী বিক্ষোভাকারীদের সঙ্গে নতুন করে সংলাপে বসতে হংকং সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাহী সি ওয়াই লিয়াং। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লিয়াং বলেন, আগামী সপ্তাহে বিক্ষোভাকারীদের সঙ্গে আলোচনা বসবে সরকার। আর এ বিষয়ে চলতি সপ্তাহেই মধ্যস্থকারীর সাহায্যে সরকারী কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
পাশাপাশি নির্বাচনী সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে বলেও জানান হংকংয়ের প্রধান নির্বাহী। নির্বাচনী সংস্কারের দাবিতে হংকংয়ের গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত বুধবার রাতে সরকারী ভবনগুলোর সামনে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এ সংলাপের পর কথা বললেন লিয়াং।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: