সিরিয়ার কোবানি শহরের বেশ কিছু এলাকা থেকে পিছু হঠেছে ইসলামিক স্টেট জঙ্গিরা বলে দাবি করেছেন কুর্দি কর্মকর্তা ইদ্রিস নাসান।
তিনি বলেন, সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা জোরদার করায় শহরটির ২০ শতাংশের বেশি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েছে জঙ্গিরা। এরইমধ্যে, কোবানির পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আইএস নির্মূল অভিযান কুর্দির ওয়াইপিজি সেনারা শুরু করেছে।
এছাড়া, আকাশপথে হামলার কারণে কুর্দি অধ্যুষিত এ শহরের অভ্যন্তরে ও আশপাশে শত শত জঙ্গি মারা গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি।
এদিকে, ইরাক ও সিরিয়ায় আই এস জঙ্গিদের এগিয়ে যাওয়া প্রতিহত করতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে এ বিষয়ে সহমত পোষণ করেন তারা।