হংকংয়ে সরকারের সদরদপ্তরের কাছে দেয়া ব্যারিকেট অপসারণকে কেন্দ্র করে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় পিপার স্প্রে ব্যবহার করে। এছাড়া সংবিধান অমান্য করার অপরাধে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে।
এ সংঘর্ষ শুরুর আগে এক বিবৃতি পুলিশ জানায়, হংকংয়ের গুরুত্বপূর্ণ সড়ক লুং উ উন্মুক্ত করেছে তারা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে নয় বরং ট্রাফিক বিঘ্ন হ্রাস করতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তারা।
নির্বাচনী সংস্কারের দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: