ভারতে ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে বিধ্বস্ত অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম মঙ্গলবার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় শহরটির পুনর্গঠনে এক হাজার কোটি রুপি সাহায্য দেয়া ঘোষণা দেন তিনি।
গত রোববার ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের আশি ভাগ জমির ফসল নষ্ট হয়ে গেছে।
এছাড়া, উপকূলীয় এলাকার ঘড়-বাড়ি ধ্বংস এবং কয়েকশো গবাদি পশুর মারা গেছে। বিশাখাপত্তমের ক্ষতিগ্রস্ত বিমানবন্দর পুনরায় চালু হতে এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে।
এদিকে, উড়িষ্যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: