ইরাকের আনবার প্রদেশের হিত শহর দখল করে নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা। সপ্তাহব্যাপী লড়াইয়ের পর শহরটি থেকে সোমবার সেনা প্রত্যাহার করা হলে তা আইএস জঙ্গিদের পুরো নিয়ন্ত্রণে চলে যায়।
জানা গেছে, হিতের সামরিক ঘাঁটি থেকে শতাধিক ইরাকি সেনা প্রত্যাহার করে তাদের শহরটির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত আসাদ বিমান ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া আইএস জঙ্গিরা ৩টি সশস্ত্র যান ও ৫টি ট্যাংক লুট করে হিতে নিজেদের ক্যাম্প তৈরি করে পতাকা উড়িয়েছে। এরইমধ্যে তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার কোবানি শহরে আইএস জঙ্গি ও কুর্দি সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা সত্ত্বেও শহরের কেন্দ্রে ক্রমেই এগিয়ে যাচ্ছে জঙ্গিরা।
এদিকে, সুন্নি জঙ্গি সংগঠন আইএসের হামলার জবাবে সম্প্রতি ইরাকে দুই শতাধিক সুন্নি বেসামরিক নাগরিককে অপহরণ ও হত্যা করেছে শিয়া মিলিশিয়া বাহিনী—এমনই দাবি অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের।