জিম্মি ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিংয়ের শিরশ্ছেদের ভিডিওচিত্র প্রকাশ করেছে আইএস জঙ্গিরা।
৪৭ বছর বয়সী উত্তর ইংল্যান্ডের ট্যাক্সিচালক হেনিং গত ডিসেম্বরে সিরিয়া থেকে অপহৃত হন। তিনি সেখানে শরণার্থীদের জন্য ত্রাণ সরবরাহের কাজ করছিলেন।
এর আগে মার্কিন সাংবাদিক জেমস ফলি ও স্টিভেন শটলফ এবং স্কটিশ ক্রাণকর্মী ডেভিড হেইন্সের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হত্যাকারীদের আটক ও বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ব্রিটেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: