চীনের জাতীয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিক্ষোভ বন্ধের আহবান জানিয়েছেন সেখানকার প্রধান নির্বাহী সি লেয়ুঙ। নিজেদের অগ্রগতি প্রতিষ্ঠায় বেইজিংয়ের সঙ্গেই হংকংয়ের চলা উচিত বলে মন্তব্য করেন এসময়।
এদিকে, চীনের ৬৫তম জাতীয় দিবসের শুরুতে হংকংয়ের রাস্তায় সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন গনতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। অবাধ নির্বাচনের মাধ্যমে হংকংয়ের পরবর্তী নেতা নির্বাচন করতে চায় গণতন্ত্রীপন্থী বিক্ষোভকারীরা।
তবে, বেইজিং সরকার চায় তাদের অনুমোদিত প্রার্থীদের মধ্য থেকেই নেতা নির্বাচন করুক হংকংবাসীরা। গত পাঁচদিন ধরে হংকং শহরের প্রাণকেন্দ্রে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: