জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় দোষী সাব্যস্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এখন কারাগারে। ৭ হাজার ৪০২ নম্বর কয়েদি পরিচয়ে ব্যাঙ্গালোর কেন্দ্রীয় কারাগারের ভিভিআইপি সেলে প্রথম রাত কাটে তার।
এনডিটিভি সূত্র মতে, শনিবার বিকেলে কারাগারে পাঠানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগার হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এর আগে ১৮ বছর আগে দায়ের করা দুর্নীতি মামলায় জয়ললিতাকে ৪ বছরের কারাদণ্ড ও ১০০ কোটি রুপি জরিমানা করে ব্যাঙ্গালোরের একটি বিশেষ আদালত। সেইসঙ্গে ছাড়তে হচ্ছে তার মুখ্যমন্ত্রীর পদও।
এছাড়া, তিনি আগামী ১০ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। মামলায় তার সহঅভিযুক্ত তিনজনকেও দোষী সাব্যস্ত করে মাথাপিছু ১০ কোটি রুপি জরিমানা করা হয়।
এদিকে, আদালতের এ রায় ঘোষণার পর থেকেই তামিলনাড়ুর বিভিন্ন স্থানে জয়ললিতারদল এআইএডিএমকের কর্মী-সমর্থকরা বাসে আগুন দেয় ও ব্যাপক ভাঙচুর চালায়। তারা জয়ললিতার সঙ্গে দেখা করতে ব্যাঙ্গালোর কেন্দ্রীয় কারাগারের বাইরে জড়ো হয়েছেন।