গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরাইলকে অভিযুক্ত করে শুক্রবার ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেন, জাতিসংঘের মধ্যস্থতা ব্যর্থ হয়েছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার সময় এসেছে।
জুলাই মাসে হামাস ও ইসরাইলের মধ্যে ৫০ দিনের ওই সংঘর্ষকে তিনি গাজায় ‘গণহত্যার যুদ্ধ’ আখ্যায়িত করেন। ওই ঘটনায় ২ হাজার ১০৪ ফিলিস্তিনি নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক লোক।
যুক্তরাষ্ট্র তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করে একে ‘আক্রমণাত্মক বক্তব্য’ হিসেবে আখ্যায়িত করেছে।
এদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যান আব্বাসের এ বক্তব্যকে ‘কূটনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যায়িত করে আব্বাস ইসরাইলের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ করছেন বলে অভিযোগ করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বক্তব্যকে উস্কানীমূলক উল্লেখ করে জানায়, তার এ বক্তব্য ইসরাইল ও ফিলিস্তিনের শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করবে। (এএফপির)