ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় তিন হাজারের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
শনিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ তথ্যানুযায়ী ওই অঞ্চলে ছয় হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সাত দিনে গিনি ও লাইবেরিয়াতেও ইবোলার সংক্রমণ ঘটেছে।
প্রতিবেদেনে উঠে এসেছে, ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অংশ নেয়া স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। এর মধ্যে ২১১ জন মারা গেছেন। ইবোলা ছড়িয়ে পড়া দেশগুলোতে স্বাস্থ্যসেবা কঠিন হয়ে পড়ছে। বিশেষত লাইবেরিয়ার হাসপাতালগুলোতে শয্যায় ঘাটতি দেখা দিয়েছে।
বিবিসি আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইবোলা আক্রান্তদের সহায়তার জন্য লিবিয়ায় তিন হাজার সৈন্য পাঠিয়েছে এবং দেশটিতে জরুরি স্বাস্থ্যসেবা শুরু হয়েছে।
ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত সপ্তাহে সিয়েরা লিয়নে তিন দিনের কারফিউ জারি করা হয়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত মার্চ থেকে এ পর্যন্ত সিয়েরা লিয়ন ও গিনিতে ১২০০ মানুষ মারা গেছেন। গত সপ্তাহে নাইজেরিয়া ও সেনেগালে প্রাণঘাতি ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
নিউইর্য়কে জাতিসংঘের সাধারণ পরিষদে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রাণঘাতি এ ভাইরাস প্রতিরোধে আরো বেশি পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।