গিনি-বিসাউয়ের উত্তরাঞ্চলে শনিবার একটি স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। তারা সকলেই একটি বাসের যাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজধানী বিসাউয়ের ৭০ কিলোমিটার উত্তরে কম ব্যবহৃত একটি রাস্তায় এ বিস্ফোরণে অপর ১০ জন মারাত্মকভাবে আহত হয়েছে। গাড়িটি রাস্তায় জমে থাকা পানি এড়াতে সামান্য ঘুরে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে।
এতে সৌভাগ্যবশত চালকসহ তিনজন অক্ষত রয়েছেন।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। কতিপয় যাত্রীর সঙ্গে আমি বাসটির ছাদে ছিলাম। ছাদ থেকে বিকট শব্দ শুনতে পাই। ওই বিস্ফোরণে বাসটি দ্বি-খন্ডিত হয়ে যায়।’
তিনি আরো বলেন, মাইনটি এতই শক্তিশালী ছিল যে, অধিকাংশ যাত্রীর লাশ উড়ে গিয়ে পার্শ্ববর্তী মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এছাড়া এতে অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর মাইন অপসারণ দলকে ঘটনাটি তদন্তের জন্য পাঠানো হয়েছে।