গাজায় ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি হামলা বন্ধ এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে কায়রোয় ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে মিসর। এরপর তেলআবিবের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এই দেশটি।
গত সোমবার থেকে শুরু হওয়া এই পরোক্ষ আলোচনায় মধ্যপ্রাচ্যে চির বৈরী দুই পক্ষের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে মিসর। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার একটি গঠনমূলক ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আসছে কায়রো।
এদিকে, গাজায় ৭২ ঘন্টার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন চলছে আজ। এরই মধ্যে নিজেদের আবাসস্থলে ফিরছেন এই অঞ্চলের বাসিন্দারা। স্বাভাবিক হয়ে আসছে জনজীবন।
তবে কায়রো বৈঠকের ফলাফল কি হয়-তা নিয়ে শঙ্কায় আছেন তারা।
এদিকে, অস্ত্রবিরতির শুরুর পর এখনো পর্যন্ত কোথাও কোন হামলার খবর পাওয়া যায় নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: