মিসরের মধ্যস্থতায় কায়রোতে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিদের সমাধানহীন বিধিনিষেধ আর দ্বন্দ্ব প্রদানকারী সতর্কবার্তায় আবারো ভেস্তে যেতে বসেছে একটি স্থায়ী যুদ্ধবিরতির দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
ইসরায়েল পূর্বশর্তহীন কোনো নীতি গ্রহণ না করলে রোববার বৈঠক প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রতিনিধিরা।
এর আগেই মিসর ত্যাগ করেছে ইসরায়েলের প্রতিনিধিরা। হামাসের রকেট হামলা বন্ধ না হলে বৈঠকে ফিরে আসবে না বলেও জানায় তারা। ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে আর না বাড়ায় নতুন যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর শনিবার অর্ধশতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে নিহত হয়েছে কমপক্ষে ৮ জন।
গত ৪ সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে ১ হাজার ৯শ'রও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। সূত্র: বিবিসি