ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস বিদ্রোহীদের লক্ষ্য করে আরো ৪টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্যই এ হামলা চালানো হয়েছে। এতে বলা হয়, বিমান ও ড্রোন হামলায় জঙ্গিদের অস্ত্রশস্ত্রসহ একটি ট্রাক ধ্বংস করা হয়েছে।
এদিকে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সিনজার পর্বতে আটকেপড়া ইয়াজিদি সম্প্রদায়ের ৫ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে স্থানীয় কুর্দি নিরাপত্তা বাহিনী। তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সিরিয়া সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে শনিবার হোয়াইট হাউজে এক ভাষণে, ইরাকে সুন্নি জঙ্গিদের দমন এবং দেশটিতে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: