গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে ইসরায়েল নতুন করে হামলা শুরু করায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে। শত্রুতা বন্ধে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা। যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ ৫ জনের প্রাণহানি হয়েছে।
মানবিক কারণে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে দুই পক্ষকে শিগগিরই একটি সমাধানের পথ বের করতে কায়রোতে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
এদিকে, তেলআবিবের পক্ষ থেকে জানানো হয়, হামাসের রকেট হামলার জাবাব দিতেই হামলা শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি সৈন্যদের চার সপ্তাহব্যাপী আগ্রাসনে এক হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। (সূত্র বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: