চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জনে। নিখোঁজ রয়েছেন আরো ৯ জন। এতে আহত হয়েছেন কমপক্ষে আড়াই হাজার মানুষ। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইউনান প্রদেশের লুদিয়ান এলাকায় রোববার বিকেলে রিখটার স্কেলে ৬.১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৮০ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের কারণে বন্ধ রয়েছে বেশকয়েকটি সড়কে যান চলাচল।
এরইমধ্যে একটি এলাকা থেকে ৪ হাজার ২০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: