গাজায় ৩ দিনের যুদ্ধবিরতির মধ্যেই দীর্ঘমেয়াদি সন্ধির বিষয়ে আলোচনা করতে মিসরের রাজধানী কায়রো পৌঁছেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধি দল।
পরোক্ষ এই আলোচনা অস্ত্রবিরতির পাশাপাশি প্রাধান্য পাচ্ছে গাজা থেকে অর্থনৈতিক অবরোধ তুলে দেয়াসহ ফিলিস্তিনের অন্যান্য দাবিগুলোও।
এদিকে, অস্ত্রবিরতির এই উদ্যোগকে কাজে লাগিয়ে বৃহত্তর শান্তি আলোচনার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিবিসির সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তবে হামাসের রকেট হামলা থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলে আবারো পুনর্ব্যক্ত করেন কেরি।
গত চার সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলী আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: