ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার ভোরের দিকে গাজার নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর এবং পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। গাজায় গত ৮ জুলাই ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে উভয়কেই অস্ত্র বিরতির আহবান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এদিকে, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিশ্বের অনেক দেশ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিনি ভূখন্ডের গাজা উপত্যাকায় ইসরায়েলের একের পর বিমান হামলায় দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধুমাত্র শনিবারই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৫০ জনেরও বেশি। এর মধ্যে একই পরিবারের ১৭ সদস্য রয়েছেন।
সকালেও গাজার নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর এবং পুলিশ স্টেশন লক্ষ্য করে বিমান থেকে গোলাবর্ষণ করা হয়। স্থলপথে আক্রমণের জন্যও সৈন্যদের প্রস্তুত রাখা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এরইমধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক মানুষ।
এ পরিস্থিতিতে দুই পক্ষকেই অস্ত্র বিরতির আহবান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। তবে ইসরায়েলি প্রধানমনন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমান হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
এদিকে, গাজায় ইসরাইলি হামলার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজারো মানুষ ফেটে পড়েছেন ক্ষোভে। তিউনিসিয়া, লেবানন, ইয়েমেন, মিসর, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ আরো অনেক দেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে।