বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭ টায় শুরু হয় ভোট।
ভোট দিচ্ছেন প্রায় ১৯ কোটি ভোটার। এবারের নির্বাচনে লড়ছেন রাজধানী জাকার্তার গভর্নর জোকো উইদোদো ও সেনাবাহিনীর সাবেক জেনারেল প্রাবোউ সুবিয়ান্তো।
নির্বাচনপূর্ব জনমত জরিপে, উইদোদো এগিয়ে থাকলেও সুবিয়ান্তোর সঙ্গে ব্যবধান খুব একটা বেশি নয়। স্বৈরশাসক সুহার্তোর পতনের পর এই প্রথম দেশটিতে সবচেয়ে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচন হচ্ছে।
তবে প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হবেন তা মূলত নির্ধারিত হবে যারা এখনো ঠিক করেন নি কোন প্রার্থীকে ভোট দিবেন তাদের ওপর।