ভারতে বিহারে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জন মারা গেছেন। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রাজধানী এক্সপ্রেস নামের ট্রেনটি নয়াদিল্লী থেকে আসামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে সরকারি কর্মকর্তারা জানান, বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
রেলওয়ে বোর্ড চেয়ারম্যান অরুনেন্দ্র কুমার পিটিআইকে বলেছেন, প্রাথমিকভাবে এটাকে নাশকতা বলেই মনে হচ্ছে।
ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি বলে জানান রেলমন্ত্রী সদানন্দ গৌডা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: