ইরাকে স্থানীয়দের সমর্থনে একের পর এক অঞ্চল নিজেদের দখলে নিচ্ছে দেশটির সু্ন্নী জঙ্গি সংগঠন আইএসআইএল। দখলকৃত উত্তর ও পশ্চিমাঞ্চলে নিজেদের পতাকাও উত্তোলন করেছে তারা।।
এরইমধ্যে রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে বাইজি তেল শোধনাগারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এবার আল-বাকর বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। সরকারি সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে সেখানে।
এছাড়া আনবার প্রদেশে ইরাক-সিরিয়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা দখলেরও চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। চলমান এ সহিংসতায় শুধুমাত্র গত জুন মাসেই মারা গেছেন ১ হাজার ৭৫ মানুষ, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা।
এদিকে, সুন্নী জঙ্গিদের মোকাবেলায় ইরাকের সরকারি বাহিনীকে পরামর্শ দিতে বাগদাদের পৌঁছেছে বিশেষ অভিযানে নিয়োজিত মার্কিন বাহিনীর প্রায় ১৫০ সেনা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: