অবশেষে থাইল্যান্ডের সেনাপ্রধান প্রাইয়ুথ চান-ওছাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলো দেশটির রাজা ভুমিবোল আদুল ইয়াদেজ। সোমবার রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় বলা হয়, দেশের শান্তি ও আইনশৃঙ্খলা পুনর্বহালের জন্য জেনারেল প্রাইয়ুথকে দেশ চালানোর জন্য নিয়োগ দিয়েছে রাজা।
অনুষ্ঠান শেষে থাইল্যান্ডের সেনাপ্রধান বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। খুব শিগগিরই নির্বাচন হবে বলেও জানান তিনি। তবে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা বলেন নি সেনাপ্রধান প্রাইয়ুথ। সূত্র: বিবিসি