আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রায় ৬০০ কোটি ডলার সহায়তা দেবে জাপান। সোমবার টোকিওতে জাপান প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্রাট আকিহিতোর সঙ্গেও সাক্ষাৎ করেন শেখ হাসিনা।
এর আগে টোকিওর আকাসাকা প্যালেসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লিগের সদস্যরা সাক্ষাৎ করে শেখ হাসিনার সঙ্গে।
চারদিনের জাপান সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য এ বছর থেকে জাপান সরকার আগামী চার পাঁচ বছরে বাংলাদেশকে প্রায় ৬০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেবে।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিভিন্ন অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন জাপানের সম্রাট। প্রধানমন্ত্রী এসময় সম্রাটকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। জাপান প্রধানমন্ত্রী শিনজো আবেকে সাথে নিয়ে শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে আকাসাকা প্যালেসে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লিগের সদস্যদের উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের উন্নয়নের ধারা গতিশীল রাখতে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার কোনো বিকল্প নেই।
বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে আরো বিনিয়োগ করার জন্য জাপান সরকারের প্রতি আহবান জানান তিনি।