পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার এ খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ।
বিবিসি সূত্র মতে, আগামী ২৬ মে রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে সার্ক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরইমধ্যে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
শপথ অনুষ্ঠানের পর আমন্ত্রিত বিদেশি নেতাদের সঙ্গে ২৭ মে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন মোদি। প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে এটিই হবে মোদির প্রথম কূটনৈতিক কার্যক্রম।