ভারতে নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রনীতি ঘোষণা করা হবে— উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাই কমিশনার পংকজ শরণ বলেন, এরপর তিস্তা চুক্তিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে ঢাকা সফর করবেন কি না তার জন্য অপেক্ষা করতে হবে তিনি বলেন, নতুন সরকার গঠনের পর দুদেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
কুমুদিনী হাসপাতালের প্রশংসা করে ভারতের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।