ভারতে লোকসভা নির্বাচনের ৭ম পর্বে উত্তর প্রদেশ, গুজরাট, পশ্চিম বঙ্গসহ ৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত দাদার ও নগর হাভেলি এবং দামান ও দিউ অঞ্চলের ৮৯টি আসনে ভোটগ্রহণ চলছে।
এনডিটিভি সূত্র মতে, এ পর্বের নির্বাচনে ভোটার সংখ্যা ১৩ কোটি ৮৩ লাখ জন। কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, বিজেপি নেতা নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, এলকে আদভানি ও মুরলি মনোহর জোসির মতো নেতাদের ভাগ্য নির্ধারিত হবে। অন্ধ্র প্রদেশ থেকে আলাদা হওয়ার পর তেলেঙ্গানা রাজ্যে লোকসভার ১৭টি আসনে ভোট হচ্ছে।
একইসঙ্গে রাজ্যটির বিধানসভার ১১৯টি এবং পশ্চিম বঙ্গের ৪২টি আসনের মধ্যে ৯টিতে নির্বাচন হচ্ছে। এছাড়া, গুজরাট ও পাঞ্জাবের সব আসনেই নির্বাচন হচ্ছে।
এ আসনগুলোর কয়েকটিতে প্রার্থী হয়েছেন সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিরী, অভিনেত্রী শতাব্দি রায়, অভিনেতা জর্জ বেকার ও জয় ব্যানার্জি। ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৩৪৯ আসনের নির্বাচন এরইমধ্যে সম্পন্ন হয়েছে।