কলম্বিয়ান লেখক, জাদু বাস্তবতার কারিগর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বৃহস্পতিবার মেক্সিকো সিটির নিজ বাড়িতে কলম্বিয়ান এ লেখক শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ফুসফুস ও মূত্রনালির সংক্রমণের চিকিৎসা শেষে মাত্র কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন মার্কেজ। ল্যাটিন আমেরিকার এই কিংবদন্তী সাহিত্যিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।
ঘনিষ্টজনদের কাছে ‘গ্যাবো’ নামে পরিচিত মার্কেজের জন্ম ১৯২৭ সালের ৯ মার্চ। সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু। ১৯৬৭ সালে প্রকাশিত তার ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসটি বিশ্ব জুড়ে সারা ফেলে দেয়। বিক্রি হয় কয়েক কোটি কপি।
স্প্যানিশ সাহিত্যে সর্বকালের সেরা লেখক হিসেবে গণ্য করা হয় মার্কেজকে। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। প্রখর রাজনীতি সচেতন এই লেখক সাবেক কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর ঘনিষ্ট বন্ধু।