ভারতের লোকসভা নির্বাচনের ৫ম ধাপে বৃহস্পতিবার ১২টি রাজ্যের ১২১ আসনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় এ ভোটগ্রহণ শুরু হয়।
এগুলোর মধ্যে- কর্ণাটকের ২৮টি আসনে, রাজস্থানের ২০টি, মহারাষ্ট্রের ১৯টি, উড়িষ্যা ও উত্তর প্রদেশের ১১টি আসনে, বিহারের ৭টি, ঝাড়খণ্ডের ৬টি, পশ্চিমবঙ্গের ৪টি, ছত্তিশগড়ের ৩টি, মনিপুর এবং জম্মু ও কাশ্মীরের একটি করে আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নয় ধাপের লোকসভা নির্বাচনের সবচেয়ে বেশি আসনের এ ভোটযুদ্ধে রয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী প্রার্থী।
ক্ষমতাসীন ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, নন্দন নিলেকানি, সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, যশোবন্ত সিং, মানেকা গান্ধিসহ প্রভাবশালী অনেক প্রার্থীর জয়-পরাজয় নির্ধারিত হবে। (সূত্র : এনডিটিভি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: