দু্ইদিন আগে বিশিষ্ট অণুজীববিজ্ঞানী বিজন কুমার শীল তাঁর ফেসবুকে পেজে ব্লাড ক্যানসারে আক্রান্ত নাতনির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন চেয়ে একটা আবেগঘণ পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন...
'আপনাদের একটু সহানুভূতিই এই উদিত দিপ্তময়ী আমাদের স্নেহাসপদা তৃষ্ণার জীবন রক্ষা করতে পারে।'
লিখেছেন, ‘আমাদের আদরের তৃষ্ণা ( নাতনি) ব্লাড ক্যানসারে ভুগছে প্রায় ২ মাস ধরে। তার অবস্থা খুবই খারাপ। ডাক্তারের পরামর্শে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা লাগবে। এতে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ হবে। এর থেকে বেশিও লাগতে পারে ডাক্তারের ধারণা যদি পরিস্থিতি আরও খারাপ হয়। তাদের এত সামর্থ নেই যে সম্পূর্ণ খরচ একাই বহন করবে। ইতিমধ্যে চিকিৎসা শুরুর পর প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েও গিয়েছে।
তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আপনারা তৃষ্ণা কে সুস্থ হয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টাটা করেন।
আমরা অনেক সময়ই মানুষকে সাহায্য করি। এবারও আমায় একটু সাহায্য করেন ওর জন্যে।
সবার কন্ট্রিবিউশনে তৃষ্ণা কে সুস্থ করা সম্ভব সে অনেক মেধাবি। ২০১৪ SSC পরীক্ষায় ঢাকা বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করে। ২০১৬ HSC ঢাকা সিটি কলেজ থেকে দিয়ে A+ পায়। ঢাকা ইউনিভার্সিটি থেকে BBA শেষ করে MBA ফাইনাল পরীক্ষা দিয়েই ও অসুস্থ হয়ে পরে।
সর্বশেষ এখনও MGM HEALTHCARE, Chennai , INDIA তেহ চিকিৎসাধীন অবস্থায় আছে।
আপনারা যদি এগিয়ে আসেন আহলে আরও অনেক মানুষ এগিয়ে আসবে সাহায্যে। একটু সহযোগিতা করবেন। কোনোদিনও ভাবিনাই যে এভাবেও একদিন সাহায্য চাওয়া লাগবে। এখন সৃষ্টিকর্তার পরে আপনারাই ভরসা।
অবশ্যই দোয়া/ প্রার্থনা করবেন তৃষ্ণার সুস্থতা কামনা করে। সবার থেকে সাহায্য ও দোয়া আশা করছি।
একটা শেয়ার অবশ্যই দিবেন। যাদের সহযোগিতা করার ইচ্ছা ও সামর্থ আছে তারা হয়তো সাহায্য করতে এগিয়ে আসবে।’
Dutch Bangla Bank
Branch: Santinagar Branch
Name: Ananda Karmoker
Current Account number: 108.101153092
Bkash : 01939035940
Rocket: 01939035940
Nogod: 01939035940
কোনো রকম যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অপু- 01939035940