ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৩৪ জনই ঢাকার বাসিন্দা।
শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপতালে মোট ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ২১৫ জন ঢাকার এবং ৬১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের এখন পর্যন্ত দুই হাজার ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭৩৩ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: