দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন আট জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা বেশি। তবে এই সময়ে সংক্রমণ ও শনাক্তের হার কমেছে। এদিন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৯৯ জনের শরীরে। আগের দিন এই সংখ্যা ছিল ৮৯৭। এদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার আজও কমেছে। গত ২৪ ঘণ্টায় এই হার ৩ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ।
মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: