বুস্টার ডোজ দেয়ার পর ৫ গুণ এন্টিবডি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি জানান, বিএসএমএমইউ ২২৩ জনের উপর পরীক্ষা চালিয়ে এই পর্যবেক্ষণ পেয়েছে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, টিকা গ্রহনের পর প্রথম ধাপে ৯৮ শতাংশের শরীরে এন্টিবডি এর উপস্থিতি পাওয়া গেছে। যারা আগে কোভিডে আক্রান্ত হয়েছিলো তাদের শরীরে তুলনামূলক বেশি এন্টিবডি পাওয়া পাওয়া গেছে। টিকা গ্রহনের ৬ মাসের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই এন্টিবডির পরিমান হ্রাস পেয়েছে। বুস্টার দেয়ার পর শতভাগ অংশগ্রহনকারীর শরীরেই এন্টিবডি পাওয়া তৈরি হয়েছে। তাছাড়া রক্তের প্যারামিটার গুলোতে কোন পরিবর্তন হয়নি।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: