বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান বলেছেন, কেবল টিকা দিলেই কোভিড নির্মূল হয়ে যাবে এমন ধারণা করা বোকামি। যারা ভাবছেন টিকার ডোজ দিলেই হার্ড ইমিউনিটিই করোনার সংক্রমণ ঠেকিয়ে দিবে তারা ‘বোকার স্বর্গে’ বাস করছেন। এই ধারণাকে অবৈজ্ঞানিক বলছেন তিনি।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌম্য স্বামীনাথান এ সব কথা বলেন। তিনি আরও জানান, ‘করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা ও মৃত্যু থেকে টিকা সুরক্ষা দেয়- এটি সত্য। যদি করোনা টিকা না থাকতো, সেক্ষেত্রে বয়স্ক ও ঝুঁকিতে থাকা লোকজনের মৃত্যুর হার বাড়তো। তবে যারা ভাবছেন অধিক সংখ্যক মানুষ টিকার ডোজ নেওয়ার ফলে এই মহমারিকে নির্মূল করা যাবে তারা ভুল করছেন। এমন ধারণার জন্য আমাদের সবাইকে চরম মূল্য দিতে হতে পারে।’
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর দ্রুত গতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এই ভাইরাসটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত করছে।
বিশ্বের ধনী দেশগুলো এখন ঢালাওভাবে নাগরিকদের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দিচ্ছে। উন্নয়নশীল দেশগুলোরও এই পথ অবলম্বন করা উচিত কি না- প্রশ্নের উত্তরে স্বামীনাথান বলেন, ‘এটা আসলে এক একটি দেশের সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করছে। প্রতিটি দেশ যদি তার এলাকায় করোনা বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে তাহলেই এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসতে পারবে সরকারসমূহ।’
সৌম্য স্বামীনাথান আরও বলেন, ‘অন্য দেশে নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া, তাই আমাদেরও দেওয়া উচিত- এই ধারণা থেকে বিরত থেকে নির্ভর করতে হবে নিজ দেশের সংক্রমণ বিষয়ক তথ্যের ওপর।’