গত বছরের জরিপ অনুযায়ী বাংলাদেশে যক্ষা রোগীর সংখ্যা দুই লাখ ৬৭ হাজার ২৭৮ জন। আর শিশুদের ক্ষেত্রে এ সংখ্যা ১১ হাজার ৩৫২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখনও দেশের ২৬ শতাংশ যক্ষারোগী সনাক্তের বাইরে।
আগামীকাল বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্রাকের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মূল উপস্থাপনায় ডা, নাজিস আরেফিন সাকি গেলো বছরের বৈশ্বিক যক্ষার প্রতিবেদন তুলে ধরে বলেন, যক্ষা আক্রান্তদের সনাক্ত করে চিকিৎসার আওতায় আনাই বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু যক্ষা নির্মূলে যে টার্গেট রেখেছে বাংলাদেশের সামনে সে হার যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে। হু'র টার্গেটের চেয়েও বেশি যক্ষা রোগী চিকিৎসার আওতায় আনা হয়েছে। শিশু যক্ষা রোগীদের ক্ষেত্রেও এ হার ৯৪ শতাংশ।
সংবাদ সম্মেলনে বক্তারা যক্ষারোগ নির্মূলে সচেতনতার পাশাপাশি, রোগ সনাক্তকরণ ও সুচিকিৎসার কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন।